মেজাজটা পুরাই খারাপ , মাথাটা পুরাই নষ্ট । এতদিন ঐ হেফাজতে জামাতিগোরে কিসুই কই নাই । এইবার ওরা বেশী বাইড়া গেসে । কথায় কথায় নাস্তিক কয় । আরে বেটা তুই যে আস্তিক তার প্রমাণ কী ? নাস্তিকতা কী তোর বাপের সম্পত্তি ? যারে দিতে মনচায় তারেই একটা দিয়া দেস । তোরা যে আমাগোরে নাস্তিক কস , আগে নিজের টাইমলাইন চ্যাক কইরা দেখ কয়টা ১৮+ পেইজে লাইক দিয়া রাখসস । তোগো শফি আর মওদুদি কতবড় মুরতাদ তা আগে দেখ । গাধার বাচ্চারা তোগরে যা বুঝায় তাই বুঝোস , আরে গাধারা তদন্ত কইরা দেখ , কে আমার আল্লাহ তাআলার নামে বিতর্কিত তথ্য ছড়াইতাসে । আমাগো কথা তো বিশ্বাস হইবো না তোগো , থাক বিশ্বাস করতে হইবো না । কিন্তু যখন প্রেস ব্রিফিংএ কাঠমোল্লারা কইলো যে , মহানবী (সঃ) নাকি লংমার্চ করসে (নাউজুবিল্লাহ) । তখন কই আসিলো তোগো আস্তিকতা ?
জানি , তোগরে বুঝাইয়ায়ো কাম হইবো না । কারণ তোগো প্রিয় খাবারের তালিকায় তো আবার কাঠাল পাতার স্থান সবার আগে ।
আর মাথা খাইস না , এইবার দূরে যাইয়া মর । আর নাইলে আফগানিস্তানে যা গা ।
খারাপ বলেন নাই…..
খারাপ বলেন নাই…..
চরম লাগছে
চরম লাগছে