শাহবাগ এ হেফাজতিদের ধোলাই নিয়ে কোন একটি পেজ এ কমেন্ট করেছিলাম। রিপ্লাই পাওয়া গেল এক ছাগুর কাছ থেকে এইরুপ-“আপনার লজ্জা হওয়া উচিত বাপের বয়সি মুসল্লিকে পেটানো নিয়ে গর্ব করছেন!!”। এইখানে একটা কথা আছে। বাপের বয়সি লোকেরা যখন মেয়েদের রেপ করে তখন তাদের লজ্জা করে কি? বাপের বয়সি লোকরা যখন হিল্লা বিয়ে করে একরাতের জন্য রেপ এর হালাল সার্টিফিকেট জোগাঢ় করে তখন তাদের লজ্জা করে কি? বাপের বয়সি ওই লোকটি যখন শাহবাগ এ মানুষদের আক্রমন করতে এলেন তখন তার লজ্জা কোথায় ছিল? আমার নিজের অভিগ্গতায় আমি ইভটিজিং এর শিকার হয়েছি বয়স্ক মানুষদের থেকে। স্বাভাবিক, টিনএজ একটা ছোকরা আমাকে টিজ করলে এক ঘুসিতে মজা দেখানো কোন ব্যাপার না কিন্তু বয়স্করা এমন কিছু করলে প্রতিবাদ করার আগেও দুবার ভাবতে হয়। সম্মান আসলে গাছ থেকে ঝরে না, সম্মান নিজেকে অর্জন করে নিতে হয়। বয়স্ক লোকেরা যদি আল্লাহু আকবার বলে আক্রমন করতে ছুটে আসতে পারেন তবে তারা এটা আশা করতে পারেন না যে আমরা তার সম্মান রাখব। তাছাড়া, বুড়ো বয়সে ভীমরতির বিশাল একটা উদাহরন, দি মাচোম্যান “এরশাদ” সবার সামনে হেফাজতিদের যৌবন উদ্ধারের পানি পড়া দিয়েছেন আমরা দেখেছি। তবে ওই লংমার্চ থেকে ছুটে আসা মাচোম্যানদের দেখে পিটায়ে ভীমরতি তাড়ানোর সুদিচ্ছা হওয়াটাই স্বাভাবিক।আর দিনকাল তো ঠিক নাই, পানিপড়া খাওয়ার পর হুজুরগন মহিলাদের ঘরে আটকানোর ফলে মানুষ না পেয়ে নিজ জেন্ডারের উপর সাকা চৌধুরির পদ্ধতি প্রয়োগ করলে মহা সমস্যা হয়ে যাবে……..
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
তারা যদি আল্লাহু আকবার বলে
তারা যদি আল্লাহু আকবার বলে নারী সাংবাদিকের উপর হামলা করতে পারে, তবে তরুন প্রজন্ম তাদের উপর আক্রমণ করবে না কেন? তাদের উপর আক্রমণের পরিস্থিতি তো তারাই তৈরী করছে…