দেশ আজ এক ভয়াবহ অবস্থার মধ্যে চলছে। শেখ হাসিনার দুঃশাসন বাহাত্তর-পঁচাত্তরের দুঃশাসনকেও হার মানিয়েছে।’
শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের নামে জাতিকে বিভক্ত করছে ‘সকল যুদ্ধাপরাধীদের বিচার করলে অবশ্যই আমি সমর্থন করতাম। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের নামে কোনো নাটককে আমি সমর্থন করতে পারি না। মুক্তিযুদ্ধকালীন যে সব আওয়ামী লীগের কর্মী, এমপি,পাকিস্থান সরকারকে সমর্থন করেছিল তাদেরও বিচার করতে হবে।
শেখ হাসিনা রাজাকারদের সঙ্গে আত্মীয়তা করে এবং মন্ত্রী সভায় রাজাকারদের রেখে আবার সংসদে দাঁড়িয়ে যখন যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেন তখন জাতি লজ্জিত হয়।
দেশ আজ এক ভয়াবহ অবস্থার মধ্যে চলছে। শেখ হাসিনার দুঃশাসন বাহাত্তর-পঁচাত্তরের দুঃশাসনকেও হার মানিয়েছে।’
শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের নামে জাতিকে বিভক্ত করছে ‘সকল যুদ্ধাপরাধীদের বিচার করলে অবশ্যই আমি সমর্থন করতাম। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের নামে কোনো নাটককে আমি সমর্থন করতে পারি না। মুক্তিযুদ্ধকালীন যে সব আওয়ামী লীগের কর্মী, এমপি,পাকিস্থান সরকারকে সমর্থন করেছিল তাদেরও বিচার করতে হবে।
শেখ হাসিনা রাজাকারদের সঙ্গে আত্মীয়তা করে এবং মন্ত্রী সভায় রাজাকারদের রেখে আবার সংসদে দাঁড়িয়ে যখন যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেন তখন জাতি লজ্জিত হয়।
শেখ হাসিনা নিজেই রাজাকারদের বরন পোষণ করেছিলেন এখনও করছেন।
ছাগুদের যে লজ্জা নাই আরেকবার
ছাগুদের যে লজ্জা নাই আরেকবার প্রমান করার কি খুব দরকার ছিল? শেখ হাসিনা খুব খারাপ এটা আমরাও জানি। তা ছাগু মশাই যুদ্ধাপরাধীদের বিচারটা কে করবে? জামাতকে কোলে নিয়ে বসে থাকা খালেদা জিয়া? নাকি জামাত নিজেই?
ভাই আপনি যে একটা অরজিনাল ছাগু
ভাই আপনি যে একটা অরজিনাল ছাগু তা আর বুঝার বকি নাই।আনহের ওত জলে কেন ?
জামতে ইসলামী কী শুধু রাজাকার ?হাসিনা- খালেদা আপার দলে কি রাজাকার নাই নাকি? না সব গুলো ধুয়া তুলসী পাতা।হাসিনা বু কি ৯৬ সালে এদের নিয়া নির্বাচন করে নাই? না মিয়া অন্ধ হইয়া গেছেন।
ইয়াসিন ছাগু

ইয়াসিন ছাগু
হা হা হা এটা কি আবার বলতে হয়।
হা হা হা এটা কি আবার বলতে হয়। :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: