বিষে হবে বিষক্ষয়
হরতাল আর নয়।
আপা ম্যাডাম দেখে যান
হরতাল শিখে যান
বিষে হবে বিষক্ষয়
হরতাল আর নয়।
আপা ম্যাডাম দেখে যান
হরতাল শিখে যান
জ্বালাবো না পোড়াব না
দাবি থেকেও নড়বো না
গাড়িঘোড়া চলবে না—
এই কথাটা বলবে না।
গণতান্ত্রিক দেশে আমারও অধিকার আছে হরতাল না করার!
হরতালের মায়রে বাপ
জ্বালাও পোড়াও নিপাক যাক:P
হরতাল নিপাত যাক
আমজনতা মুক্তি পাক
হরতালের নামে সন্ত্রাস
মানি না মানব না
কি-বোর্ড মোরা ভাংবো
রাজ পথেও থাকবো
ট্রাফিক জ্যামও অনেক ভাল
হরতাল কে না বলো
ফখা ভাই , মখা ভাই
এবার আমরা মুক্তি চাই
এবার জনতাই সত্যি মুক্তি
এবার জনতাই সত্যি মুক্তি চায়।
আর বেশি দেরি নয় যেদিন জনতা রাসাতায় নেমে আসবে।
স্লোগান টাইপ হয়ে গেছে।
স্লোগান টাইপ হয়ে গেছে। বাক্যগুলা স্লোগান হিসেবে ভালোই।
প্রাপ্ত বয়স্কদের জন্য ছড়া
প্রাপ্ত বয়স্কদের জন্য ছড়া শব্দটা ব্যবহৃত হয় কিনা জানিনা, তবে ছোটরা কি বুঝবে এই হরতালের?
ছড়ার প্রতিটি লাইনই মিল থাকে কিন্তু এখানে একটি/দু’টি লাইন অমিল পেয়েছি।
ছড়া বেশী কড়া হয় নাই।
ছড়া বেশী কড়া হয় নাই।
(No subject)
:তালিয়া: