সুনলাম আগের শাহবাগ বুঝি এখন আর নেই। এখন নাকি এটি নাস্তিকদের শাহবাগ। আরে ভাই আপনারা ১০ জন ব্লগারের বিচার চেয়েছেন। আর বাকি লক্ষ লক্ষ শাহবাগ আন্দোলন কারী কি দুষ করেছে? কেন বলা হয় শাহবাগ উচ্ছেদ কর? মানলাম ওরা নাস্তিক, ওরা তো ২০০৮ সাল তেকে ব্লগিং করে আসছে। কই তখন তো কেউ তাদের নাস্তিক বলে নি। আসলে প্রধান কারন নাস্তিকতার বিচার না। রাজাকারদের বিচার বানচাল করাই হচ্চে হেফাজতের প্রধান উদ্দেশ্য। এক মিছিলে দেকলাম হেফাজত সারাই জামাত-শিবির- এর ধুসর। যারা আগে প্রকাশ্যে রাজাকারদের মুক্তির আন্দোলন করেছে। এখন আপনারা বলেন ওরা নাস্তিকদের বিচার ছায় না রাজাকারদের বিচার বন্ধ করতে চায়?
ভাই,বানানের অবস্থা তো
ভাই,বানানের অবস্থা তো কেরোসিন। :মনখারাপ:
চেস্তা করছি ভাল মানুষ হয়ার।
বানান ভালো করে লেখা শিখেন ভালো মানুষ হয়ে যাবেন।
জামাতিদের কাছ থেকে লং মার্চের
জামাতিদের কাছ থেকে লং মার্চের খরচ নিয়ে তাদের বাঁচনোর জন্য চেষ্টা করবে না কি আপনার পক্ষে কথা বলবে? এটা কি করে ভাবলেন….
আমাদের শাহবাগ আমাদের মতই আছে।
আমাদের শাহবাগ আমাদের মতই আছে। শাহবাগের জয় হোক।
” শুভ সকাল ”
তুমি হবে সকাল
” শুভ সকাল ”
তুমি হবে সকাল বেলার পাখি, সবার আগে কুশুম বাগে উটবে তুমি ডাকি