চৈত্রময় সন্ধ্যে বেলা আমার পথচলা কোন এক পরিচিত রাস্তায় প্রতিদিনকার মত। হঠাৎ বেজে উঠে যানবাহনের হর্ন, পাশ কাটিয়ে যায় দুই একটা রিকশা আর মোটরযান। চোখ আটকে যায় মোটরযানে। আবছা আবছা আলো, তবুও যেন কত স্পস্ট । মৃদু বাতাসে দুল খাওয়া তার চুল ,একজোড়া ঐশর্য্যময় চোখের চাহুনী আর ঠোটের কোনে লেগে থাকা সেই চির পরিচিত হাসি……
মনে করিয়ে দিয়ে যায় আমার উনিশ বছর বয়সের সেই জং ধরা স্মৃতি গুলোকে,মনে করিয়ে দেয় নদীর তীরে দাড়িয়ে দুই জোড়া চোখের পলকহীন কিছু মুহূর্তকে। আমি ডুব দেই ফেলে আসা সেই উনিশ বছর বয়সে যেখানে বসন্ত এসেছিল কোন এক সন্ধ্যে বেলায়।
চৈত্রময় সন্ধ্যে বেলা আমার পথচলা কোন এক পরিচিত রাস্তায় প্রতিদিনকার মত। হঠাৎ বেজে উঠে যানবাহনের হর্ন, পাশ কাটিয়ে যায় দুই একটা রিকশা আর মোটরযান। চোখ আটকে যায় মোটরযানে। আবছা আবছা আলো, তবুও যেন কত স্পস্ট । মৃদু বাতাসে দুল খাওয়া তার চুল ,একজোড়া ঐশর্য্যময় চোখের চাহুনী আর ঠোটের কোনে লেগে থাকা সেই চির পরিচিত হাসি……
মনে করিয়ে দিয়ে যায় আমার উনিশ বছর বয়সের সেই জং ধরা স্মৃতি গুলোকে,মনে করিয়ে দেয় নদীর তীরে দাড়িয়ে দুই জোড়া চোখের পলকহীন কিছু মুহূর্তকে। আমি ডুব দেই ফেলে আসা সেই উনিশ বছর বয়সে যেখানে বসন্ত এসেছিল কোন এক সন্ধ্যে বেলায়।
আজও অজানা এক অনুভুতি থামিয়ে দেয় আমার হৃদস্পন্দন মুহূর্তেই। পথভুলা পথিকের মত ছুটে চলি আমি,মনে পড়ে যায় কিছু স্মৃতি,জেগে উঠে আমার নস্ট্যালজিয়া। চলে যায় সেই হৈমন্তি আবারও।
২৫ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ।
প্রেমের মরা সত্যিই জলে
প্রেমের মরা সত্যিই জলে ডোবেনা, চান্স পাইলেই টাইমে-টাইমে বারবার ভাইসা উঠে .. (এখন প্রমাণিত)
————————————–
:কানতেছি: :কানতেছি: :কানতেছি: :কানতেছি: :কানতেছি:
(No subject)
:তালিয়া:
….
….