জুকারবার্গের সৃষ্টি এক অতীব জনপ্রিয় জগতের নাম facebook। আর এই জনপ্রিয় ফেসবুকের আরেকটি জনপ্রিয় জিনিস পেজ। আমরা অনেকেই পেজ খুলে থাকি। সেই পেজ জনপ্রিয় ভাবে চালাতে হয় কিভাবে তার জন্য আজকের এই লেখা ।
পোস্ট-১:
একটা মাছের ছবি দিয়ে বলবেন
“সুবহানাল্লাহ !!! আল্লাহর কি কুদরত ।
মাছের গায়ে আল্লাহর নাম !!!! আল্লাহর
এমন কুদরতের জন্য কয়টি লাইক ?????”
পাবলিকের মন্তব্যঃ আল্লাহুআকবার ,
সুবাহানাল্লাহ , মাসাল্লাহ , ধন্যবাদ
এডমিন ।
====বিজ্ঞাপন===
আপনাদের সামনে নিয়ে এলাম একটি পেজ ।
এখানে পাবেন অমুক তমুক । প্রথম ১০০
লাইকারকে দেওয়া হবে ৫০
টাকা ফ্লেক্সি
===========
পোস্ট- ২:
জুকারবার্গের সৃষ্টি এক অতীব জনপ্রিয় জগতের নাম facebook। আর এই জনপ্রিয় ফেসবুকের আরেকটি জনপ্রিয় জিনিস পেজ। আমরা অনেকেই পেজ খুলে থাকি। সেই পেজ জনপ্রিয় ভাবে চালাতে হয় কিভাবে তার জন্য আজকের এই লেখা ।
পোস্ট-১:
একটা মাছের ছবি দিয়ে বলবেন
“সুবহানাল্লাহ !!! আল্লাহর কি কুদরত ।
মাছের গায়ে আল্লাহর নাম !!!! আল্লাহর
এমন কুদরতের জন্য কয়টি লাইক ?????”
পাবলিকের মন্তব্যঃ আল্লাহুআকবার ,
সুবাহানাল্লাহ , মাসাল্লাহ , ধন্যবাদ
এডমিন ।
====বিজ্ঞাপন===
আপনাদের সামনে নিয়ে এলাম একটি পেজ ।
এখানে পাবেন অমুক তমুক । প্রথম ১০০
লাইকারকে দেওয়া হবে ৫০
টাকা ফ্লেক্সি
===========
পোস্ট- ২:
সুবহানাল্লাহ !!! প্রিয় নবীজির ব্যবহৃত
টুপি …। নবীজির টুপির জন্য
কয়টি লাইক ?????
পাবলিকের মন্তব্যঃ আল্লাহুআকবার ,
সুবাহানাল্লাহ , মাসাল্লাহ , ধন্যবাদ
এডমিন ।
====বিজ্ঞাপন===
ঢাকার ইডেন কলেজের
মেয়েরা হোস্টেল
কি করে ????? ওরা হোস্টেলের ভিতর
continue reading…..
[ক্লিক করলেই অন্য পেজে চলে যাবে ।]
===========
পোস্ট-৩:
ওড়না ছাড়া মেয়ের বুকের উপর ফোকাস
করা ছবি দিয়ে;
“আপনি কি জানেন ওমুক নাইট
ক্লাবে কি হয় ????? দেখতে এই লিঙ্কের
পেজে গিয়ে দেখুন ।”
পাবলিকের মন্তব্যঃ ও সো সেক্সি ,
আমি ধরবো , আমি খাবো , জটিল মাল ,
পুরাই পাঙ্খা ,লোল ।
====বিজ্ঞাপন===
আপনার জাভা ফোনকে Andorid
ফোনে রুপান্তর করতে চান ????? তবে এই
পেজে লাইক দিন । বিঃদ্রঃ লক
করা আছে লাইক না দিলে কাজ হবে না ।
===========
পোস্ট-৪:
সুবহানাল্লাহ !!! এতো টুকু ছেলে কুরআন
পড়ছে / এই বাবুটার জন্য
কয়টি লাইক ?????
পাবলিকের মন্তব্যঃ আল্লাহুআকবার ,
সুবাহানাল্লাহ , মাসাল্লাহ , ধন্যবাদ
এডমিন ।
====বিজ্ঞাপন===
চাদিয়া জাহান প্রবা আপুর একটা এডিট
করা ছবি দিয়ে;
“ফাঁস হয়ে গেছে আরও একটি ভিদিও ।
ডাউনলোড করতে চাইলে এই
পেজে লাইক
দিন । বিঃদ্রঃ ভিদিও লক করা । লাইক
না দিলে কাজ হবে না ।”
===========
পোস্ট-৫:
স্যালুট এই চাচাকে । এই
বয়সে তিনি এখনো রিক্সা চালিয়ে খান ।
তবুও ভিক্ষা করে না । সংগ্রামী এই
চাচার
জন্য কয়টি লাইক ?????
পাবলিকের মন্তব্যঃ স্যালুট চাচা , স্যালুট
এডমিন ফর পোস্ট
পোস্ট-৬:
মজার একটু ছবি দিয়ে;
ছবিটি ভালো লাগলে লাইক
দিয়ে পেজে একটিভ থাকুন ।
==========
পোস্ট-৭:
মোশারফ করিম , চঞ্চল চৌধুরী , চাকিব
খান , নায়ক , নায়িকার ছবি ।
দিয়ে ভালো লাগলে লাইক দিন ।
=============
পোস্ট-৮:
একটি সস্তা মানের কৌতুক দিয়ে; জোকস
পড়ে মজা পাইলে কুপাইয়া লাইকান।
আরও কত
কত আছে । কতই বা উল্লেখ করবো ???? ঐ সব
পেজে গিয়া দেখেন লাখ
পার হয়ে যাচ্ছে । আর
আপনি সারাদিন
খেটে খুটে একটা পোস্ট লেখেন ?????
মাছিও বসে না । লাইক ও পড়ে না ।
তাহলে কি বুঝলেন ?????
কিছু এডমিন লাইকের জন্য
নবী এবং আল্লাহকে ধরে টানা হ্যাচরা যেমন
করে ঐ পোস্টের আশে পাশে আবার
বিকিনি পরা মডেলের ছবিও আপলোড
করে ।
কিছু পাবলিক আল্লাহর
কুদরতি পোস্টে “সুবহানাল্লাহ” বলে আবার
বিকিনি পরা ছবিতে বলে “আমি খাবো ।
শালা মাল কি ছাত্তার ভাই !!!!!! দেখলেই
খাড়ায়া যায় (গায়ের পশম )”
এতে কিন্তু আল্লাহ বা নবীর অবমাননা হয়না। আবার খেয়াল করে দেখবেন যে অধিকাংশ এই টাইপ পেজগুলোই কিন্তু শাহাবাগ নাস্তিকদের
আখড়া বলে গলা ফাটাচ্ছে।
আপনি কি বুঝলেন জানি না ,
তবে আমি অনেক কিছু বুঝে গেছি ।
“ধর্মব্যবসা সবচেয়ে লাভজনক, সে ভার্চুয়ালি হোক বাস্তব জগতে হোক। “
জটিল লিখছেন ভাই
“ঐ
জটিল লিখছেন ভাই :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
“ঐ মিয়া তোমার দাড়ি কই?” -লালসালু :চোখমারা:
ঠিক বলেছেন। এদের চরিত্রটাই এই
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ঠিক বলেছেন। এদের চরিত্রটাই এই ধরনের।
জটিল ধরেছেন ভাই। আপনাকে
জটিল ধরেছেন ভাই। আপনাকে স্যালুট না করে পারছি না…
এক্কেবারে ফিউর কথা
এক্কেবারে ফিউর কথা
(No subject)
:হাসি: :হাসি: :হাসি: :হাসি: