প্রথমেই বলে রাখিঃ
আমি প্রথমে আমার ব্লগে লেখালিখি করতাম , পাসওয়ার্ড ভূলে যাওয়ায় ওটা বাদ হয়ে গেলো ।
এখন সামু আর ইস্টিশন আমার গন্তব্য । ইস্টিশনে এইটা আমার প্রথম পোষ্ট ।
আর সামুতে আমার ব্লগ লিংক হইলঃ www.somewhereinblog.net/Shuvro_Dev
এখন বিষয় প্রসঙ্গে আসিঃ
প্রতিদিনের মতো আজ বিকালেও স্কুল মাঠে খেলতে গেছি । এক দোস্ত জিগালো …”দোস্ত, ব্লগ কি ? ব্লগাররা কি সন্ত্রাসী ?”
আমি তারে উত্তর দুইটা দিলাম এভাবে….
…”দোস্ত , ব্লগ হইল ব্লগারদের ডায়রী ।আর , কোন সন্ত্রাসী যদি ব্লগ লেখে তবে ঐ ব্লগারটা সন্ত্রাসী , তাই বলে সব ব্লগার সন্ত্রাসী না ।”
প্রথমেই বলে রাখিঃ
আমি প্রথমে আমার ব্লগে লেখালিখি করতাম , পাসওয়ার্ড ভূলে যাওয়ায় ওটা বাদ হয়ে গেলো ।
এখন সামু আর ইস্টিশন আমার গন্তব্য । ইস্টিশনে এইটা আমার প্রথম পোষ্ট ।
আর সামুতে আমার ব্লগ লিংক হইলঃ www.somewhereinblog.net/Shuvro_Dev
এখন বিষয় প্রসঙ্গে আসিঃ
প্রতিদিনের মতো আজ বিকালেও স্কুল মাঠে খেলতে গেছি । এক দোস্ত জিগালো …”দোস্ত, ব্লগ কি ? ব্লগাররা কি সন্ত্রাসী ?”
আমি তারে উত্তর দুইটা দিলাম এভাবে….
…”দোস্ত , ব্লগ হইল ব্লগারদের ডায়রী ।আর , কোন সন্ত্রাসী যদি ব্লগ লেখে তবে ঐ ব্লগারটা সন্ত্রাসী , তাই বলে সব ব্লগার সন্ত্রাসী না ।”
এইটা লিখতে গিয়ে মগাচিফের কথা মনে পড়ে গেলো তাই তার সাথে মিল রেখে কই …”কনো ভন্ড কুতসিত স্বঘোষিত নাস্তিক ব্লগ লিখলে সে নাস্তিক ব্লগার । কিন্তু সব ব্লগার নাস্তিক না ।”
এইটা ও কইতে মন চায় সবশেষে….
বন্ধুরাও আমারে নাস্তিক নাম ট্যাগ করছে । দেখা হইলেই নাস্তিক কইয়া ডাক দেয় ।
যারা ব্লগ সম্বন্ধে ধারণা রাখে না , তাদের কাছে নাস্তিক ডাক শুনলে অবশ্য মাথা গরম হয় না । কারণ ,,,”ব্যাটা গুলান শুনে মফিজ , পড়ে বা দেখে হাফিজ হইতে পারেনি ।”
ইস্টিশনের প্লাটফর্মে স্বাগতম
ইস্টিশনের প্লাটফর্মে স্বাগতম :ফুল:
ধন্যবাদ
ডাঃ আতিক ।
ধন্যবাদ 😀
ডাঃ আতিক ।
কারে কি কইবেন! যা দিনকাল
কারে কি কইবেন! যা দিনকাল পড়ছে, দেখবেন একদিন বিয়া করনের লাইজ্ঞা যখন শাদী-মুবারকের ফিল্ডে নামবেন তখন পাত্রীর পরিবার খোঁজখবর লইয়া জিগাইয়া বসবো “পাত্র ব্লগ-টলগ লিখে নাকি?” :মাথাঠুকি: :মাথাঠুকি:
অন্যপ্রেক্ষিতে যদি দেখতে চান, তাইলে দেখবেন এই দুনিয়ায় নিষিদ্ধ আর বিতর্কিত হয়ে যাওয়া জিনিসগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশী !! ব্লগ নিয়া যে নোংরা রাজনীতিটা হইলো তাতে দেইখেন, একসময় ঘরে ঘরে ব্লগার হইবো !!! 😀 😀 😀
যাউজ্ঞা, ইস্টিশনের প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম, আশা করি আমাদের যাত্রা অবশ্যই শুভ হবে। :ফুল:
ধন্যবাদ , স্বপ্ন জাহাজ
আমার
ধন্যবাদ , স্বপ্ন জাহাজ 🙂
আমার মনে হচ্ছে , ব্লগ নিয়ে মানুষের মনে যে কিউরিসিটি তৈরী হচ্ছে তাতে ব্লগারের সংখ্যা এমনিতেই বৃদ্ধি পাবে । 🙂
শুভ হোক নতুন পথ চলা
শুভ হোক নতুন পথ চলা :ফুল:
ধন্যবাদ….
মাসুদ মিথ
ধন্যবাদ….:-)
মাসুদ মিথ