হিংস্র শকুনের বেশে কারা ডাকে এই বাংলায়
অঘ্রানের সোনামাঠে কারা লুটে ধানের সংসার
হায়ানার বেশে কারা ধরে পতাকার আঁচল
আমার স্বাধীন দেশে কারা ভাঙ্গে রক্তের
মিনার
হিংস্র শকুনের বেশে কারা ডাকে এই বাংলায়
অঘ্রানের সোনামাঠে কারা লুটে ধানের সংসার
হায়ানার বেশে কারা ধরে পতাকার আঁচল
আমার স্বাধীন দেশে কারা ভাঙ্গে রক্তের
মিনার
অনেক রক্তের স্রোতে পদ্মফুল পুকুরের ঘাট
অনেক চোখের জলে সবুজাভ স্বপ্নের মাঠ
অনেক মায়ের কাব্যে
শালিক পাখির গান
অনেক বোনের গল্পে মেঠোপথ চন্দনের ঘ্রান
ক্ষুধার্ত শুয়োর
বেশে কারা ফণাতোলে পাকিসুরে
খোদার কসম বলি ফের হবে ২য় মুক্তিযোদ