আমাদের ছোট দেশ চলে ধুঁকে ধুঁকে
নির্বাচন আসলেই হাঁটু তার কাঁপে
পার হতে চায় কসাই পার হয় খুনি
আঁতাতের রাজনীতি জানি আমি জানি
খাঁ খাঁ করে নীতি কোথা নাই সাদা
দু-ধারে জামাত তোষণ অর্গাজম সুধা
কিচিমিচি করে সদা লীগ দলের ঝাঁক,
রাত ওঠে থেকে থেকে শিবিরের হাঁক।
ভোট বেবসায় লস হয়ে গেলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ব্লগার ধরে ।
ডিবি এসে ধরে নাহয় মৌলবাদী দেয় কোপ
সুশীল চামারগণ বলে – “ চুপ রহ চুপ “
গুমের বাদল নামে, লাশ জড় জড়
অসহায় জনতা ভয়ে থর থর
মহাবেগে রক্ত বাণী গেয়ে ওঠে,
ঘোলা জলে মাছ শিকার , সব দল ছোটে।
দুইদলের ব্যালট বাকশে পড়ে যায় সাড়া,
নির্বাচনের উৎসবে দেশ – চুতিয়া পাড়া ।।
(No subject)
:হাহাপগে: :মাথাঠুকি: :থাম্বসআপ: :তালিয়া:
নির্বাচন মৌসুমে এই পেরোডী
নির্বাচন মৌসুমে এই পেরোডী চলবে ভীষণ :ভেংচি:
সিরম হইছে তো ভাই !!!!!!
সিরম হইছে তো ভাই !!!!!! :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
মজার হলেও বাস্তবতা এমনি ।
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
:হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
:হাহাপগে:
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ভাল লাগল
ভাল লাগল