আমি মধ্যবিত্ত ঘরের ছেলে
রেজাল্ট ভালো করলে সুন্দর হাতঘড়ি মেলে
আব্বা বলে , “সাব্বাস , এই আমার ছেলে ”
আম্মা মাথা হাতিয়ে দেয় নারিকেল তেলে
আত্মীয় বাসায় আসলে কথা বলি হেলে দুলে
আমি মধ্যবিত্ত ঘরের ছেলে
রেজাল্ট ভালো করলে সুন্দর হাতঘড়ি মেলে
আব্বা বলে , “সাব্বাস , এই আমার ছেলে ”
আম্মা মাথা হাতিয়ে দেয় নারিকেল তেলে
আত্মীয় বাসায় আসলে কথা বলি হেলে দুলে
আমি মধ্যবিত্ত ঘরের ছেলে
রেজাল্ট খারাপ করলে চর থাপ্পর মেলে
আব্বা বলে ,”ছিহ!! এই আমার ছেলে”
আম্মা গালে থাপ্পর দেয়, পারলে আমায় গেলে
আত্মীয় বাসায় আসলে কয়, ” তুমি হবে কুমার ,কামাড় ,জেলে”
আমি মধ্যবিত্ত ঘরের ছেলে
বাবার আশা ভরসার ছেলে
মায়ের হতাশার ছেলে
বোনের স্বপ্ন পূরণের ভাই
আর আমার ” মূখ ফুটে কিছু বলার নাই””