ভার্চুয়াল ভালোবাসাবাসির ভীড়ে
কতিপয় কপোত হয়ত রাতভর কুতকুত্ খেলবে
আজি এ বসন্তের মাতাল সমীরণে,
সোশ্যাল সব সমীকরণ মেনে…।
চতুর চুতিয়ারা পাঁয়তারা করবে কোনও
নিরালা ফ্ল্যাটে ফাগুনের ফার্নেসে লাকড়ি ভরার,
বাসন্তি বার্নারের আঁচে উপচে উঠবে কিছু উদ্ভিন্ন যৌবন,
বেলেল্লা বিরহে ব্যস্ত বৈশাখ
এই সকল আয়োজন নিয়ে সাজাবে
সামাজিক টাইমলাইন আর পড়শির প্রোফাইল।
সুশীলের শয়নঘরে শোভা পাবে
ল্যাটেক্স ও লাইম সমেত সুরাসিক্ত শোভিনিজ্ম,
শিশ্নের মিছিলে হয়ত
সমবেত হবে কুলীন কিছু কুলাঙ্গার।
ইয়াবা’ময় ইয়ার’বাজিতে বাৎচিত হবে
বিচিত্র বর্ণমালায় আর বুদ্ধিবেশ্যারা এতেই হয়ে যাবে
পুলকিত।
ভার্চুয়াল ভালোবাসাবাসির ভীড়ে
কতিপয় কপোত হয়ত রাতভর কুতকুত্ খেলবে
আজি এ বসন্তের মাতাল সমীরণে,
সোশ্যাল সব সমীকরণ মেনে…।
চতুর চুতিয়ারা পাঁয়তারা করবে কোনও
নিরালা ফ্ল্যাটে ফাগুনের ফার্নেসে লাকড়ি ভরার,
বাসন্তি বার্নারের আঁচে উপচে উঠবে কিছু উদ্ভিন্ন যৌবন,
বেলেল্লা বিরহে ব্যস্ত বৈশাখ
এই সকল আয়োজন নিয়ে সাজাবে
সামাজিক টাইমলাইন আর পড়শির প্রোফাইল।
সুশীলের শয়নঘরে শোভা পাবে
ল্যাটেক্স ও লাইম সমেত সুরাসিক্ত শোভিনিজ্ম,
শিশ্নের মিছিলে হয়ত
সমবেত হবে কুলীন কিছু কুলাঙ্গার।
ইয়াবা’ময় ইয়ার’বাজিতে বাৎচিত হবে
বিচিত্র বর্ণমালায় আর বুদ্ধিবেশ্যারা এতেই হয়ে যাবে
পুলকিত।
এসো হে বৈশাখ ! তোমাকে আরেকটু করি ……
সর্বস্বত্ব সংরক্ষনঃ
সেরিব্রাল ক্যাক্টাস ।
ট্যাগ কম হয়ে গেছে। আরো কিছু
ট্যাগ কম হয়ে গেছে। আরো কিছু যোগ করে দেন।
এস’ই’ও অভ্যাস ক্ষমা কইরেন
এস’ই’ও অভ্যাস ক্ষমা কইরেন ভাইসকল