রৌদ্রের ফুটোরা,ছাতার গা ভেদ করে বসেছে
আমাদের ঢেলে আঁকা দেয়ালের শব্দদের উপর
ঘাম শুকানোর আগেই পুনরায় বিশ্লেষণ চর্চা
শেষ রাতে রৌদ্র মেঘে আলিঙ্গনে কড়া স্নান
কখনো ঘোলাটে গতির রাজপথে ইঁদুরের সেই
সব বোবা চিৎকার পাড়ার ঘুম ছোটায়, টেনে
টেনে চৌকস আঁচড় অন্ধকারে দাঁতের সূক্ষ্ম
পরিচয়।তুফানের তাণ্ডব ঘাসেরা দেয়ালের
শব্দদের বুক থেকে গজায়, স্নান শেষে
দেয়ালের শব্দরা ঘাস হয়ে উঠছে………
রাত-১.৫৯মিনিট
২৪-০৫-২০১৪