3 Idiots, Tare Zamin Par, Pk, Vaag Milka Vag এই টাইপ মুভি যেনো পিসিতে পার্মানেন্ট জায়গা করে নিছে। তবে মন ছুয়ে যায় গেরিলা আর আমার বন্ধু রাশেদ যদিও পছন্দের তালিকায় হিন্দি আর ইংরেজী মুভিই ৯০% । খুব করে হাসি পায় যখন দেখি ক্লোজ আপ নাটকের জন্য জনগণের কাছে হাত পাতে ।
আমি বলি কি আমাদের তো স্টোরি রেডি শুধু দরকার কয়েকজন ক্রিয়েটিভ পার্সোন ..মুভিটা শুরু হবে মোহাম্মদ আলি জিন্নাহর ” দিয়ে Urdu only,and Urdu shall be the state language of pakistan” ..দেখানো হবে ঢাকা ভার্সিটির ছাত্রদের চিতকার একে একে তুলে ধরা হবে আব্দুল মতিন থেকে ভাষা মতিন হয়ে উঠা ..
3 Idiots, Tare Zamin Par, Pk, Vaag Milka Vag এই টাইপ মুভি যেনো পিসিতে পার্মানেন্ট জায়গা করে নিছে। তবে মন ছুয়ে যায় গেরিলা আর আমার বন্ধু রাশেদ যদিও পছন্দের তালিকায় হিন্দি আর ইংরেজী মুভিই ৯০% । খুব করে হাসি পায় যখন দেখি ক্লোজ আপ নাটকের জন্য জনগণের কাছে হাত পাতে ।
আমি বলি কি আমাদের তো স্টোরি রেডি শুধু দরকার কয়েকজন ক্রিয়েটিভ পার্সোন ..মুভিটা শুরু হবে মোহাম্মদ আলি জিন্নাহর ” দিয়ে Urdu only,and Urdu shall be the state language of pakistan” ..দেখানো হবে ঢাকা ভার্সিটির ছাত্রদের চিতকার একে একে তুলে ধরা হবে আব্দুল মতিন থেকে ভাষা মতিন হয়ে উঠা ..
চিত্রে থাকবে একজন মুজিবের বন্দী জীবন বছরের পর বছর ।.তমুদ্দুন মজলিসের কার্যক্রম থাকবে সকলেই..ওপাশ থেকে দেখানো হবে একে একে শর্টফিল্ম বানিয়েই চলছেন জহির রায়হান, গানগুলো হবে সেদিনের সুরে ।ইয়াহিয়াদের সহযোগিতা হিসেবে থাকবে গোলাম আজমেরা..।জাহানারা ইমামের পা ছুয়ে বেড়িয়ে যাবে রুমি না না বিদেশে পরতে নয় সেদিন সেই ট্যালেন্ট ঝাপিয়ে পরে যুদ্ধে..প্রতিটা সিগারেটের টানে একেকটা মাস্টারপ্লান আকবে খালেদ মোশারফ..অথবা ফ্লাইট লেফটেনেন্ট মতিয়ুর রহমানের সেই বিমানটিই তো স্বাধীনতার উড়াল পঙ্খি ।দেখানো হবে সেদিনের ফুটেজগুলো ৭ ই মার্চের জলন্ত কন্ঠস্বর কিংবা ২৫ মার্চের অপারেশন সার্চলাইট…।
পরের কাজটা করবে হুমায়ূন সারারাত জেগে বানাবে জোসনা ও জননীর গল্প আর নির্মলেন্দুরা লিখে যাবে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো ।
আরে ভায়া আমাদের একেকটা মানুষ ই তো একেকটা মুভি ..।
ভাসানী, রুমি, মুজিব, তাজউদ্দীন আরো কতজন … অথবা ৩৭ এ সংসদে ধিরেন্দ্রনাথ দত্তের আবেদন থেকে শুরু করে ৫২, ৬২, ৬৬, ৬৯, ৭০, ৭১, ৭৫ কিংবা ২১ তারিখ ২৫ মার্চ ১৬ ডিসেম্বর .. ।
ভারত পাকিস্তানের যুদ্ধ স্থায়ী ছিলো ১৭ মাত্র আর তাদের মুভির সংখ্যা ১৭০ ।মিলকা সিং এর একটা রেস নিয়ে মুভি উপমহাদেশ কাপায়া দিলো তবে রূমীর গল্প তো বিশ্ব কাঁপাবে মুজিব তো হয়ে রবে বিশ্বনেতাদের আদর্শ …। মুভি শুধু কোনো বিনোদন নয় এর মাধ্যমে ইতিহাসের কথা বলা যায়….নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে মুভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে….ক্লোজ আপ ভালোবাসার গল্পগুলো মুক্তিযুদ্ধের গল্প হয়ে যাক….
যেনো>যেন
ছুয়ে>ছুঁয়ে
ইংরেজী>ইং
যেনো>যেন
ছুয়ে>ছুঁয়ে
ইংরেজী>ইংরেজি
চিতকার>চিৎকার
ঝাপিয়ে>ঝাঁপিয়ে
মাস্টারপ্লান>মাস্টারপ্ল্যান
আকবে>আঁকবে
জলন্ত>জ্বলন্ত
কন্ঠস্বর>কণ্ঠস্বর
কাপায়া>কাঁপায়া
চলচ্চিত্রে সৃজনশীলতা শূন্যের কোটায় চলে এসেছে বহু আগেই।
বানানগুলি এডিট করে আবার পোস্ট দিতে পারেন।