অনেক আগে গ্রামগঞ্জে নিয়মিত যাত্রাপালা হতো। সন্ধ্যা থেকে যাত্রা শুরু হতো, চলতো গভীর রাত পর্যন্ত। রাত বাড়ার সাথে সাথে দর্শক কমতে থাকতো, কিন্তু বাড়তে থাকতো যাত্রার অ্যাডাল্ট ভার্সন পার্ট। এমনই এক রাতে কুদ্দুস গেলো যাত্রা দেখতে। গভীর রাতে শুরু হলো অ্যাডাল্ট ভার্সন। যাত্রার নায়িকা আবেদনময়ী পোশাক পড়ে নাচতে লাগলো। কিছু মানুষ টাকা উড়ানো শুরু করলো। কুদ্দুস যেহেতু টাকাপয়সা কিছু নিয়ে যায়নি, তাই সে নায়িকার নাচে মুগ্ধ হয়ে তালি বাজাতে থাকলো। রাত যত বাড়লো, নায়িকার পোশাক তত কমতে লাগলো। কমতে কমতে পোশাক যখন একেবারেই নুন্যতম, তখন হঠাৎ কুদ্দুসের তালি বন্ধ হয়ে গেলো। কারণ, “এক হাতে তালি বাজে না”। 😉 😀
হুদাই ট্যাগ দিছেন, তাই আর
😀
হুদাই ট্যাগ দিছেন, তাই আর কিছু কইলাম না।
অন্য ট্যাগ দিলে কি মাইর দিতেন
অন্য ট্যাগ দিলে কি মাইর দিতেন ভাই। 😀
আররে নাহ। আমিও অহিংস নীতিতে
আররে নাহ। আমিও অহিংস নীতিতে চলি :চোখমারা:
😀
😀 😀