পথিমধ্যে থমকে থাকার চেয়ে কি বিপথে যাওয়াটাই শ্রেয়: নয় !?
অক্ষম আক্ষেপে অচল অবস্থান
আমাদের অস্থির আর যুগপৎ অস্থিতিশীল করে, বিভ্রান্ত বাসনায়
বিপথ’কে খুঁজে নিতে বলে অবচেতনের আহবানে –
অবশ্য অদৃষ্টবাদীরা বিপন্ন বিশ্বাসে বঞ্চিতহয় বিভিন্নতার বৈচিত্র থেকে,
সংস্কার আর সুনির্দিষ্ট’তার আ-শৈশব শৃঙ্খল তাঁদের আঁক্ড়ে রাখে আমরণ,
অন্ধ আর বন্ধ পরিক্রমায়….
পথে প্রান্তরে এভাবেই পদ’দলিত পড়ে থাকে পাপহীন প্রজাপতি;
অত:পর বিপথগামী বেয়াড়া বালক কোনো,
একদিন পথে ফিরে আসে,
পথিমধ্যে থমকে থাকার চেয়ে কি বিপথে যাওয়াটাই শ্রেয়: নয় !?
অক্ষম আক্ষেপে অচল অবস্থান
আমাদের অস্থির আর যুগপৎ অস্থিতিশীল করে, বিভ্রান্ত বাসনায়
বিপথ’কে খুঁজে নিতে বলে অবচেতনের আহবানে –
অবশ্য অদৃষ্টবাদীরা বিপন্ন বিশ্বাসে বঞ্চিতহয় বিভিন্নতার বৈচিত্র থেকে,
সংস্কার আর সুনির্দিষ্ট’তার আ-শৈশব শৃঙ্খল তাঁদের আঁক্ড়ে রাখে আমরণ,
অন্ধ আর বন্ধ পরিক্রমায়….
পথে প্রান্তরে এভাবেই পদ’দলিত পড়ে থাকে পাপহীন প্রজাপতি;
অত:পর বিপথগামী বেয়াড়া বালক কোনো,
একদিন পথে ফিরে আসে,
আর তাঁর সৎকার সাধন করে …
সংক্ষেপে !
সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।
আপনার লেখা আমার ভালো লাগে।
আপনার লেখা আমার ভালো লাগে। কিন্তু আপনি ইস্টিশনবিধি ভেঙে পরপর তিনটা পোস্ট দিয়ে ফেলেছেন। :ভেংচি:
সম্মানিত যাত্রী,
সম্মানিত যাত্রী, ইস্টিশনবিধি-৫ অনুযায়ী প্রথম পাতায় দুইয়ের অধিক পোস্ট দেওয়ার আপনার দুটি পোস্ট রেখে বাকী পোস্ট সরিয়ে দেওয়া হল। ইস্টিশনবিধি অনুযায়ী পোস্ট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
ফ্লাডিং বন্ধ করার জন্য ওয়েটিং
ফ্লাডিং বন্ধ করার জন্য ওয়েটিং রুম বানানো যেতে পারে। প্রথম পেজে যাত্রীর দুইটা পোস্ট হয়ে গেলে বাকি সব পোস্ট ওয়েটিং রুমে থাকবে। তারপর যখন যাত্রীর পোস্ট একটা হয়ে যাবে আবার অটোমেটিক ওয়েটিং রুম থেকে পোস্ট হোমপেজে চলে আসবে।
কারন অনেক সময় মাথার ভিতরে লেখা গিজগিজ করে, সে সময় না লিখে রাখলে পরে আবার হারিয়ে যায়।
অথবা খসড়া নামক একটা অপশন চালু করা যেতে পারে।
আপনার পরামর্শটি চমৎকার।
আপনার পরামর্শটি চমৎকার। কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন।