প্রায় প্রতিরাতে
পরান খাবলায়া খায় পিরানহার পাল
তবু পেলবতা চাইনা পরিমিত পানপাত্রে,
শুদ্ধতা চাই ভালবেসে
তবু সুশ্রী সঙ্গম চাইনা সারা রাত।
চ্যানেল চোষা সৌন্দর্যের শিশা সেবনে শ্রান্ত ভ্রান্ত
ভালবাসার চুড়ান্ত ভুলে
চাইনা মর্ষকামীদের মোসাহেবি।
চাইনা হায়েনার হত্যাযজ্ঞ আর হিংস্রতা
ও স্বজনহারার হয়রানি নিয়ে হামলে পড়া
হলুদ সাংবাদিকতা আর আমলাতান্ত্রিক অনুশীলন,
ধর্ষিতার কান্নাজলে কালি গুলে
কাটতি বাড়ানো কলমচর্চা আর বানিজ্যিক বেশ্যাবৃত্তি,
প্রায় প্রতিরাতে
পরান খাবলায়া খায় পিরানহার পাল
তবু পেলবতা চাইনা পরিমিত পানপাত্রে,
শুদ্ধতা চাই ভালবেসে
তবু সুশ্রী সঙ্গম চাইনা সারা রাত।
চ্যানেল চোষা সৌন্দর্যের শিশা সেবনে শ্রান্ত ভ্রান্ত
ভালবাসার চুড়ান্ত ভুলে
চাইনা মর্ষকামীদের মোসাহেবি।
চাইনা হায়েনার হত্যাযজ্ঞ আর হিংস্রতা
ও স্বজনহারার হয়রানি নিয়ে হামলে পড়া
হলুদ সাংবাদিকতা আর আমলাতান্ত্রিক অনুশীলন,
ধর্ষিতার কান্নাজলে কালি গুলে
কাটতি বাড়ানো কলমচর্চা আর বানিজ্যিক বেশ্যাবৃত্তি,
স্নিগ্ধ সুন্দরীকূলের বেশরম শোভিনিজম
আর আধুনিকায়নের নামে উচ্চবিত্ত উশৃংখলতা
এবং ইত্যাকার ইতরামি।
বেহিসেবি বরং
পরানের ক্ষরন দেখি প্রতি রাত ও দিন……
সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস।
চমৎকার।
চমৎকার। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
সেইরাম লাগছে।
সেইরাম লাগছে।