যারা প্রকৃত সংগ্রামী, মনে প্রাণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদেরকে ডলার, পাউন্ড, রিয়াল, টাকা যাই দেন না কেন, কিনতে পারবেন না। আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। আর বিএনপি-জামাতের জন্মই তো লোভের মাঝে তাদের সমাবেশ, মিছিল, হরতাল টাকা ছাড়া হবে কিভাবে? (বিএনপি’র নেতারা বিভিন্ন টক-শোতে চাপা মারে আমাদেরকে নিরাপত্তা দিয়ে অনুমতি দেয়া হোক আমরা শাহবাগের ৪ গুন সমাবেশ ছয় মাস যাবৎ চালিয়ে যারো!) আরে ভোদাই যারা পারে তাদের এত অজুহাত লাগে না। ৬ মাস তো দুরের কথা ১২ ঘন্টা একটা শাহবাগ বানিয়ে দেখা কত পারিস! আসলে ভাঙ্গা পাতিল বাজে জোরে…
Jammat Islam ke Banned kora
Jammat Islam ke Banned kora ucit ei muhurtei…………
ফেসবুক স্ট্যাটাস এখানে কেন?
ফেসবুক স্ট্যাটাস এখানে কেন?
ফেবুতে ঘুমায়।
উইঠা যেহানে
ফেবুতে ঘুমায়।
উইঠা যেহানে যায়, হেইডারেই ফেবু মনে অয়।