আমরা চাই সবাই দেশ এর ইতিহাস সম্পর্কে জানুক ।
এতে করে আমাদের দেশাত্তবোধ বৃদ্ধি পাবে
দেশ এর রাজনীতি,অর্থনীতি,বর্তমান প্রেক্ষাপট ইত্তাদি সম্পর্কে জানবে……
সেজন্য চাই আপনাদের পারস্পরিক সহযোগিতা আর একাত্ততা ।
একটা গর্বের বিষয় শেয়ার করি ।
আপনারা কি জানেন পৃথিবীতে মাত্র দুটি জাতিই রয়েছে যারা পুর্বে স্বাধীনতা ঘোষনা করে যুদ্ধে জয়লাভ করে? একটি হলো আমেরিকা আরেকটি আমাদের বীর বাংলাদেশ .
মডারেশন প্যানেল থেকে বারবার
মডারেশন প্যানেল থেকে বারবার সতর্ক করার পরও আপনি ইস্টিশনবিধি লঙন করছেন। প্রথম পাতা থেকে আপনার সকল পোস্ট সরিয়ে দেওয়া হল এবং সাময়িকভাবে প্রথম পাতায় আপনার পোস্ট থাকার সুযোগ রহিত করা হল।
আপনি আসলে কি শুরু করেছেন?
আপনি আসলে কি শুরু করেছেন? আমার ধারা আপনি ইচ্ছে করেই এখানে স্প্যামিং করছেন।
ভাইয়া, প্রতিটা ব্লগের একটা
ভাইয়া, প্রতিটা ব্লগের একটা নীতিমালা থাকে। সেটা করা হয় ব্লগারদের সুবিধার্থেই। নীতিমালাটি একবার পড়ে নেওয়া উচিৎ না? আপনি ইস্টিশনবিধি-৫ লঙ্ঘন করে পরপর তিনটা পোস্ট দিয়ে ফেললেন।
পোস্টের বিভাগ বা ট্যাগ সিলেকশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পোস্টে আপনি “অনুকাব্য উৎসব অনুবাদ ইতিহাস উপন্যাস একাত্তর একুশ কবিতা গল্প ছড়া ঝালমুড়ি ধর্ম প্রবন্ধ ব্যক্তিগত কথাকাব্য রাজনীতি হুদাই” এতোগুলা বিভাগ সিলেকশন করেছেন। এই লেখা কিভাবে অনুকাব্য, উপন্যাস, অনুবাদ, গল্প, ছড়া, ধর্ম ইত্যাদি হয় হাজার চিন্তা করেও বের করতে পারলাম না। ভবিষ্যতে এই বিষয়গুলা মাথায় রেখে পোস্ট দিলে খুশী হবো। আসেন প্রাণে প্রাণ মেলাই…
এই লেখাটা এতগুলু বিভাগের হয়
এই লেখাটা এতগুলু বিভাগের হয় কেমনে? :কনফিউজড: