প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ইস্টিশন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন। লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলেও স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
দুই লাইনের এই পোস্টে সবগুলা
দুই লাইনের এই পোস্টে সবগুলা ট্যাগ ঝুলাইলেন ভাই? আপনিতো ব্লগিং না, ফাইজলামী করতে আসছেন। আপনার আগমনটা আমার ব্যক্তিগতভাবে ভাল লাগল না।
ইস্টিশনবিধি-৫ এর আওতায় আপনার
ইস্টিশনবিধি-৫ এর আওতায় আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হল।
লাইন দুইডা,
বিষয় ছয়ডা।
ঘটনা
লাইন দুইডা,
বিষয় ছয়ডা।
ঘটনা কি?
ইশটিশনেও ফেবু গুতায়?
ফেবুতেই বাড়ীঘর? নাকি যেহানে যায় হেইডাই ফেবু মনে অয়?
:চিন্তায়আছি: