এই দেহ কখনো সীমানা চেনে না
এই আত্না কখনো বাধন মানে না
এই চোখ আর অশ্রু খোঁজে না
এই নিঃশ্বাস কভু ভারি হয় না।
শত আঘাতে কাবু হয় না চাহনি
দূর হতে আমি তারই তোপধ্বনি শুনি
নিষ্পলক চোখে প্রতিশোধের স্বপ্ন বুনি
হুশিয়ার যত রক্তপিপাসু হায়েনা আর খুনি।
আজ শুধু শত্রু হননের দৃঢ় প্রত্যয়
মিশে গেছে আধারে যত আছে ভয়
শপথে শপথে করেছি হায়েনাদের ক্ষয়
হবেই হবে আমাদের নিশ্চিত বিজয়।
কবিতা হিসেবে খুব উঁচুমানের
কবিতা হিসেবে খুব উঁচুমানের মনে হয়নি।
ভাষা যাই হোক, ভাবটা নাড়া দিল।
ভাষা যাই হোক, ভাবটা নাড়া দিল।