আজকে কিন্তু ভাষা দিবস, মাইন্ড ইট ম্যান!
শুদ্ধ করে বাংলা বলতে প্যাঁচটা লাগাও ক্যান?
দেশের প্রতি ভাষার প্রতি থাকতে হবে প্যাশান।
ভাষার জন্য জান দিয়েছে এই পুরোটা নেশান!
বাংলাটাকে হার্ট এন্ড সোল করতে হবে ধারন,
বাঙ্গালী যে, এই দিনে তাই অন্য ভাষা বারন।
এ’লেভেল বা ও’লেভেলে গ্যাজাও যতই জ্ঞান,
আজকে কিন্তু ভাষা দিবস, মাইন্ড ইট ম্যান!
টুইংকেল’টাকে শিকোয় তোল অনলি ফর এ ডে
কাল সকালে আসবে বোলো দেখতে এসব কে?
আজকে শুধু হও বাঙ্গালী শহীদ মিনার ফুল,
ইজ নট ইট ফ্যান্টাস্টিক, সো বি আ কুল!
গানটা ধর“আমার ভাইয়ের..”কালকে নাহয় জ্যাজ,
এই যে ধর, বুকে লাগাও কালো রঙের ব্যাজ।
আজকে কিন্তু ভাষা দিবস, মাইন্ড ইট ম্যান!
শুদ্ধ করে বাংলা বলতে প্যাঁচটা লাগাও ক্যান?
দেশের প্রতি ভাষার প্রতি থাকতে হবে প্যাশান।
ভাষার জন্য জান দিয়েছে এই পুরোটা নেশান!
বাংলাটাকে হার্ট এন্ড সোল করতে হবে ধারন,
বাঙ্গালী যে, এই দিনে তাই অন্য ভাষা বারন।
এ’লেভেল বা ও’লেভেলে গ্যাজাও যতই জ্ঞান,
আজকে কিন্তু ভাষা দিবস, মাইন্ড ইট ম্যান!
টুইংকেল’টাকে শিকোয় তোল অনলি ফর এ ডে
কাল সকালে আসবে বোলো দেখতে এসব কে?
আজকে শুধু হও বাঙ্গালী শহীদ মিনার ফুল,
ইজ নট ইট ফ্যান্টাস্টিক, সো বি আ কুল!
গানটা ধর“আমার ভাইয়ের..”কালকে নাহয় জ্যাজ,
এই যে ধর, বুকে লাগাও কালো রঙের ব্যাজ।
বাঙ্গালী তো, সমস্বরে গাও বাঙ্গালীর গান,
একটি দিনের জন্য হলেও কাদুক তোমার প্রাণ!
কালকে তুমি ইংরেজিতে ভাষণ দিও কষে,
“বাঙ্গালীরা ছিঁড়ছে’টাকি হুদাই বসে বসে?
ল্যাঙ্গুয়েজটা শেষ করেছে ফরেন কালচারে,
বাঙ্গালীরা বাংলা নিয়া হুদাই’ই ফাল পাড়ে!
রুখতে হবে যেভাবে হোক ফরেন কালচার,
টুডে ওর টুমরো’তে এটাই অঙ্গিকার”।
বেশ ভাল্লাগসে…
বেশ ভাল্লাগসে…
বেশ ভাল্লাগসে…
আপনার বেশ
আপনার বেশ ভাল্লাগসে… শুইন্না আমারো বেশ ভাল্লাগসে…
কবিতা চরম হয়েছে ছন্দে মাতাল
কবিতা চরম হয়েছে ছন্দে মাতাল বেতাল হইছে!পাঁচ মিশালি বাঙ্গালিরে চরম অপমান হাঃ হাঃ আমরাও এই লাইনে আছি তাই বেশি হাসলুম না ।
আইজুদ্দিন ভাই এই দিনে আপনার জন্য বেশ কয়েকটা পুরানো কয়েকটা ছন্দ পছন্দ করছি(যদিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে এই ছন্দগুলার মিল নাই)তবুও আপনাকে শুনাতে চাই ।
ছন্দ নং-১
২
প্রচার পত্র
[লেখক মোঃ শামছুল হুদা(পাঁচবাগী)বাংলাদেশের প্রথম স্বাধীনতাকামী রাজবন্দী প্রেসিডেন্ট ,ইমারত পার্টি-বিভাগ-পূর্ব তথা শ্যামা -হক-সোরাবর্দ্দী প্রস্তাবিত কলিকাতাময় বিরাট বাংলাদেশ ।ফারুকী প্রেস মৃত্যুঞ্জয় স্কুলরোড ,ময়মনসিংহ ।ছন্দ লেখার সাল(১৯৪৩-১৯৪৭)]
ভাল্লাগছে! ভাল্লাগছে!!
দেড়
ভাল্লাগছে! ভাল্লাগছে!!
দেড় লাইনের কবিতায় সতের লাইনের মন্তব্য খুব ভাল্লাগছে!
😀 😀 😀
ভাল্লাগাতে ধৈন্য হলুম
ভাল্লাগাতে ধৈন্য হলুম
আইজুদ্দিন ভাই, ভালো লিখেছেন।
আইজুদ্দিন ভাই, ভালো লিখেছেন।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আপনারেও ধৈইন্না।
আপনারেও ধৈইন্না।
গুড হইছে।
গুড হইছে। 😀
গুড হইছে।
ল্যাঙ্গুয়েজ ডে’
ল্যাঙ্গুয়েজ ডে’ বিষয়ে লেখা একটা রাইম’এ ইংলিশ ইউজ করা আপনার একদম ঠিক হয়নি।
কারেকশন করে দিন। :ভেংচি: :ভেংচি: :ভেংচি:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow:
:
:লইজ্জালাগে: : :লইজ্জালাগে: :লইজ্জালাগে: