গোলা বারুদ ট্যাংক
আছিস যত আর্মি রেঙ্ক
আয় রে ছুটে আয়
ভুলিস কেন জিয়া তোদের ভাই?
ভাই নেই তো কি হয়েছে
ভাবী আছি গোলাপী,
জোর করে সব আমায় ওরা
বানাতে চায় আলাপী।
গোলা বারুদ ট্যাংক
আছিস যত আর্মি রেঙ্ক
আয় রে ছুটে আয়
ভুলিস কেন জিয়া তোদের ভাই?
ভাই নেই তো কি হয়েছে
ভাবী আছি গোলাপী,
জোর করে সব আমায় ওরা
বানাতে চায় আলাপী।
আলাপ করে কি আর হবে
দাবি আমার একটাই,
লাশ লাগলে লাশ পড়ুক
যেতে হবে ক্ষমতায়।
সাঈদী ব্যাটা গোস্যা করে
পালিয়ে গেছে চান্দে,
পড়ছি আমি গ্যাড়াকলে
শাহবাগীদের ফান্দে।
যত কিছুই হোক না কেন
চাই যে আমার ক্ষমতা,
তাই ভাবী হয়ে হাত বাড়ালাম
চাই দেবরের বন্ধুতা।
গোলাপী আমি একাই নই
সাথে আছে ভাশুর জামাত,
দেবর তুমি হাসি মুখে
দাও বাড়িয়ে তোমারই হাত।
তোমার হাত ধরেই আমি
বসব সাধের মসনদে,
দুজন মিলে রঙ্গ রসে
মেশিন দেখব ওই চাঁদে।
(বি.দ্রঃ ইহা একটি কেরামতীয় কেরামতি।কোন ব্যক্তি বা ঘটনার সাথে হুবহু মিলে গেলে তাহা কেরামতাল মাত্র)
(No subject)
:হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
চমৎকার
কেরামতির
চমৎকার :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
কেরামতির কেরামত দেখে মুগ্ধ হইলাম। :মুগ্ধৈছি:
কেরামতি চালিয়ে যান।শুভ কামনা
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
কেরামতি চালিয়ে যান।শুভ কামনা রইল।