হেফাজতি সুত্র : ব্লগার = নাস্তিক।
আন্দোলনে নাস্তিকরা আছে, তাই আন্দোলন হেফাজতি সার্টিফিকেট পাবে না। আন্দোলন বন্।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) রা বাতাস থেকে অক্সিজেন নেয়। বেচে থাকে।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) ভাত খেয়ে পেট ভরায়।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) রা পানি পান করে তৃষ্ণা নিবারণ করে।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) রা সেক্স করে শারীরিক প্রয়োজন মেটায় এবং বংশবৃদ্ধি করে।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) দের দুই হাত, দুই পা, এক মাথা, মেরুদণ্ড, দুই চোখ ইত্যাদি আছে।
হেফাজতি সুত্র : ব্লগার = নাস্তিক।
আন্দোলনে নাস্তিকরা আছে, তাই আন্দোলন হেফাজতি সার্টিফিকেট পাবে না। আন্দোলন বন্।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) রা বাতাস থেকে অক্সিজেন নেয়। বেচে থাকে।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) ভাত খেয়ে পেট ভরায়।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) রা পানি পান করে তৃষ্ণা নিবারণ করে।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) রা সেক্স করে শারীরিক প্রয়োজন মেটায় এবং বংশবৃদ্ধি করে।
ব্লগার (নাস্তিক ;হেফাজতি সুত্রানুসারে) দের দুই হাত, দুই পা, এক মাথা, মেরুদণ্ড, দুই চোখ ইত্যাদি আছে।
তো হেফাজতি হুজুরেরা দয়া করে অক্সিজেন না নেয়া, ভাত না খাওয়া, পানি পান না করা, সঙ্গম না করার ডাক দেন। আবাল বাঙালি মুসলমানের ইমান রক্ষা করেন। হাত – পা – চোখ একটা করে কেটে ফেলান। মেরুদণ্ড আরেকটা সংযোজন করেন। আপনাদের সাথেই থাকুম।
না হয় বালের হেফাজতি বন্ধ করে মুসলিম জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান।
ওভার এন্ড আউট।
হেজাজতে জামাতকেও প্রকাশ্যে
হেজাজতে জামাতকেও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এরা নুতন মোড়কে সেই রাজাকার।
না হয় বালের হেফাজতি বন্ধ করে
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
😀 😀 😀 😀 😀
না হয় বালের হেফাজতি বন্ধ করে
:তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
(No subject)
😀 😀 😀 😀 😀