উত্তপ্ত তরলের মাঝে উর্বর ভ্রুন
উষ্ণতায় নিদ্রাতুর শ্রান্ত নয়ন
রহস্যমন্ডিত পরিতৃপ্তির অস্ফুট ধ্বনি
দৃষ্টির অন্তরালে চামড়ার চাদরে কয়েক
মাস।
মন্থর সময় কাটিয়ে অনুভূত হয়-
নিঃস্পৃহ নবস্ফুষ্ট আহ্ববান
অনাকাঙ্ক্ষিত অস্তিত্বের দ্বিধান্বীত
আগন্তুক
বিষ্ময় আর লৌকিক বিদ্রুপের মাঝে দূর্বার
ঘৃণা খুঁজে পায়
ফলশ্রুতিতে
স্তম্ভিত দীর্ঘশ্বাসে দুর্ভাগা ভ্রুকুটি
আর নিষ্ফল আবেগের নগ্ন সমারোহ।
যে কামাতুর হিংস্র অমরাবতীতে পবিত্র
মেঘদূত
কিংবা
স্বীকৃত সভ্য বীর্যই জন্ম দেয় জারজের
তবে কি শয়তানের কৃতদাস নরকে ফুটন্ত
লাভার নিচে দিনযাপন শ্রেয় নয়?
আর হ্যাঁ, সভ্যতা যদি জন্ম দেয় আমাদের
উত্তপ্ত তরলের মাঝে উর্বর ভ্রুন
উষ্ণতায় নিদ্রাতুর শ্রান্ত নয়ন
রহস্যমন্ডিত পরিতৃপ্তির অস্ফুট ধ্বনি
দৃষ্টির অন্তরালে চামড়ার চাদরে কয়েক
মাস।
মন্থর সময় কাটিয়ে অনুভূত হয়-
নিঃস্পৃহ নবস্ফুষ্ট আহ্ববান
অনাকাঙ্ক্ষিত অস্তিত্বের দ্বিধান্বীত
আগন্তুক
বিষ্ময় আর লৌকিক বিদ্রুপের মাঝে দূর্বার
ঘৃণা খুঁজে পায়
ফলশ্রুতিতে
স্তম্ভিত দীর্ঘশ্বাসে দুর্ভাগা ভ্রুকুটি
আর নিষ্ফল আবেগের নগ্ন সমারোহ।
যে কামাতুর হিংস্র অমরাবতীতে পবিত্র
মেঘদূত
কিংবা
স্বীকৃত সভ্য বীর্যই জন্ম দেয় জারজের
তবে কি শয়তানের কৃতদাস নরকে ফুটন্ত
লাভার নিচে দিনযাপন শ্রেয় নয়?
আর হ্যাঁ, সভ্যতা যদি জন্ম দেয় আমাদের
তবে আমিও জারজ।।
অসাধারণ।
অসাধারণ।