ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো– তোমার মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো– তোমার চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি– তোমার প্রাসাদপ্রাঙ্গণ ে॥
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী– তোমার কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো– তোমার অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো– তোমার ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো– তোমার অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো– তোমার অতুল গৌরবে॥
(No subject)
:কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
এইডা কিছু হইলো। পান্টের উপর
এইডা কিছু হইলো। পান্টের উপর আন্ডারওয়ার পরলেই কি আর সুপারম্যান হওয়া যায়
এই রবীন্দ্র সংগীতের সাথে
এই রবীন্দ্র সংগীতের সাথে পরিচ্ছন্ন রাজনীতির মিল কোথায়??? :কনফিউজড:
এই বলদের পোষ্টটি মুছে দেয়ার
এই বলদের পোষ্টটি মুছে দেয়ার জন্য ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষন করছি। এই ধরনের পোষ্ট ব্লগের মান নষ্ট করে
ফাইজলামির আর জায়গা পায় না।
ফাইজলামির আর জায়গা পায় না।
এটা স্পষ্টতই স্প্যাপিং। এই
এটা স্পষ্টতই স্প্যাপিং। এই ধরনের পোস্ট ভবিষ্যতে পোস্ট করলে আপনার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।