ব্লগের উপর হামলা ?
ওহে বি টি আর সি
আমরা কি তোর কামলা ?
লিখি নিজের স্বাধীনতায়
নিজের ব্লগের নিজের পাতায়
তোর কেন এতো জ্বলে ?
গোপন কিছু ফাস করবো বলে ?
ব্লগের উপর হামলা ?
ওহে বি টি আর সি
আমরা কি তোর কামলা ?
লিখি নিজের স্বাধীনতায়
নিজের ব্লগের নিজের পাতায়
তোর কেন এতো জ্বলে ?
গোপন কিছু ফাস করবো বলে ?
মুক্ত মানুষ , বন্দী না
দেশ আমার , তোর শালীর না
শিকল পড়াইতে চাস ? ( ভাগ )
কোনদিন পারবি না
সব মিডিয়া দখল করলেও
ব্লগ থাকবে মুক্ত
আমার প্রতিটি বর্ণ
অধিকার যুক্ত
সহমত…………. চালিয়ে যান
সহমত…………. চালিয়ে যান আছি…. এবং থাকবো………
ধন্যবাদ আপনাকে … ব্লগের উপর
ধন্যবাদ আপনাকে … ব্লগের উপর যেকন খড়গের প্রতিবাদে আমরা সবাই এক হবো । প্রয়োজনে বার বার
লিখি নিজের স্বাধীনতায়
নিজের
:রকঅন: :রকঅন: :রকঅন:
ধন্যবাদ মিতু আপা
ব্লগের উপর
ধন্যবাদ মিতু আপা
ব্লগের উপর কোন শিকল মানবো না
“ওরা আমার মুখের ভাষা কাইরা
“ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়…ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়…”
শাসকের বদল হয়েছে শোষণ আগের মতই রয়ে গেছে।
কোন শিকল মানবো না আমরা
কোন শিকল মানবো না আমরা
ধন্যবাদ আতিক ভাই
ধন্যবাদ আতিক ভাই
(No subject)
:বুখেআয়বাবুল: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভাল হয়েছে
ভাল হয়েছে
কথাগুলো শাহবাগের অথবা রাজাকার
কথাগুলো শাহবাগের অথবা রাজাকার বিরোধী আন্দোলনের ক্ষেত্রে প্রয়োগ করার অনুমতি দেওয়া হোক………………… :থাম্বসআপ: