অনেকেই ভেবে থাকেন যৌবন হচ্ছে মৌবন, কাঁটাবন, সুন্দরবন ইত্যাদির মত একধরণের বন-জঙ্গল । আসলেই কি তাই ?
এ বিষয়ে আসলে নানা মুনি – ঋষীর নানা মত –
* মহামতি মমতাজের অভিমত , ‘যৌবন একটি গোল্ডিফ সিগারেট’….
* বিশিষ্ট বলিউড স্পেশালিষ্ট জেমসের মতে , যৌবন এমন একটা জিনিস যা নূরজাহানের আঁচলের তলায় থাকে ,যেটাকে আবার উঠানে শুকানো যায় … তাই তিনি উদাত্ত গলায় গেয়েছিলেন –
“প্রেমের কাব্য লিখে সূচ সূতায়
আচলের যৌবন উঠানে শুকায় …
হারাগাছের নুর জাহান ,
গাঙের জলে করে স্নান “….
*হেলাল হাফিজের মতে ,যৌবন মানবজীবনের একটা সুনির্দিষ্ট সময় ,যে সময়ে যুদ্ধে যাইতে হয় …
অনেকেই ভেবে থাকেন যৌবন হচ্ছে মৌবন, কাঁটাবন, সুন্দরবন ইত্যাদির মত একধরণের বন-জঙ্গল । আসলেই কি তাই ?
এ বিষয়ে আসলে নানা মুনি – ঋষীর নানা মত –
* মহামতি মমতাজের অভিমত , ‘যৌবন একটি গোল্ডিফ সিগারেট’….
* বিশিষ্ট বলিউড স্পেশালিষ্ট জেমসের মতে , যৌবন এমন একটা জিনিস যা নূরজাহানের আঁচলের তলায় থাকে ,যেটাকে আবার উঠানে শুকানো যায় … তাই তিনি উদাত্ত গলায় গেয়েছিলেন –
“প্রেমের কাব্য লিখে সূচ সূতায়
আচলের যৌবন উঠানে শুকায় …
হারাগাছের নুর জাহান ,
গাঙের জলে করে স্নান “….
*হেলাল হাফিজের মতে ,যৌবন মানবজীবনের একটা সুনির্দিষ্ট সময় ,যে সময়ে যুদ্ধে যাইতে হয় …
*নচিকেতার মতে , আজ যৌবন যার নাম – কাল সে তো বুড়ো ভাম……
* কড়া দার্শনিকদের মতে ,যৌবন হচ্ছে মানবজীবনের একটা বিশেষ সময়কাল ,যে কালটা স্রেফ সময়ের অপচয় ছাড়া আর কিছুই না !
যৌবন মূলত জীবনের একটা
যৌবন মূলত জীবনের একটা ইস্টিশন। ঐখানে ট্রেন থামলে কেউ চিপস কিনে, কেউ পানি কিনে, কেউ বিড়ি কিনে, কেউ প্রার্থনাটা সাইরা লয়। সবচেয়ে বুদ্ধিমানরা ট্রেন থেকে না নাইমা আরামসে ঘুম দেয় – জনৈক দার্শনিক
টিউন ভাইয়ের সাথে একমত।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
টিউন ভাইয়ের সাথে একমত।
me too 😀
me too 😀 😀
হাহাহা ব্যাপক মজা পাইলাম ….
হাহাহা ব্যাপক মজা পাইলাম …. btw এই জনৈক দার্শনিক টা কী তুই ….. 😛
আধুনিক কালে যৌবন হলো ডাইল
আধুনিক কালে যৌবন হলো ডাইল সেবনের উত্তম কাল…………….
হাহাহা জব্বর বলছেন মুকুল ভাই,
হাহাহা জব্বর বলছেন মুকুল ভাই, চিন্তা করতেছি আপনার মন্তব্যটা ও যোগ করব, “ব্লগার মুকুল ভাইর মতে যৌবন হচ্ছে – আধুনিক কালে যৌবন হলো ডাইল সেবনের উত্তম
কাল………….”” 😀
(No subject)
😀 😀 😀
(No subject)
😀
যৌবন
টানে টানে পিনিক
যৌবন :কল্কি: :কল্কি: :কল্কি: :কল্কি:
টানে টানে পিনিক
তা যা বলেছেন মাইরি….. 😀
তা যা বলেছেন মাইরি….. 😀 😀
যৌবন অইতাছে যে কুনো বয়সে
যৌবন অইতাছে যে কুনো বয়সে কেরামতি টাইপের অসাধ্য সাধন।
……ইহা একটি কেরামতীয় সংজ্ঞা।
হেহেহে কেরামত ভাই, আপনার দেয়া
হেহেহে কেরামত ভাই, আপনার দেয়া সংজ্ঞাটার মধ্যেই কেরামতিয়ানার ছাপ সুস্পষ্ট ( বাংলা একাডেমির নিকট আকুল আবেদন, যেতে “মুনসি য়ানা”র সিনোনিমস হিসাবে “কেরামরিয়ানা” শব্দ টাকেও তাদের অভিধানে যুক্ত করার মাধ্যমে আপনার প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করে
যৌবন মানেই লাল টমাটু
যৌবন মানেই লাল টমাটু
সুমিত ভাই, যৌবন মানে শুধুই
সুমিত ভাই, যৌবন মানে শুধুই লাল
টমাটু !? সবুজ বা হলুদ টমাটুর কি কোন যৌবন নাই !!!
নাহ আপনার মন্তব্যটা কোন ভাবেই স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের হয় নাই
সবুজ টমাটু হইলে সেইটা হয়
সবুজ টমাটু হইলে সেইটা হয় কাঁচা আর হলুদ হইলে সেইটা হয় ক্যামিকেল দিয়া পাকানো, একমাত্র লাল টমাটুই হইল আসল পাকা মাল।
হাহাহা জম্পেশ ব্যাখ্যা দিলেন
হাহাহা জম্পেশ ব্যাখ্যা দিলেন ভাই 😀 😀
সুমিতের কিউরিয়াস কেস অফ লাল
:বিষয়ডাকী: :বিষয়ডাকী: :বিষয়ডাকী: সুমিতের কিউরিয়াস কেস অফ লাল টমাটু
(No subject)
:লইজ্জালাগে: :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
(No subject)
:হাসি: :থাম্বসআপ: 😛
(No subject)
:হাসি: 😀 :হাসি:
“যৌবন একটা লাল টমেটু” এই অমর
“যৌবন একটা লাল টমেটু” এই অমর বাণীখানার মালিকও আমাদের মমতা বু
এই মমতা বু টা আবার কে ভাই
এই মমতা বু টা আবার কে ভাই 😀 :হাসি: