সালউদ্দিন কাদের চৌধুরী একবার জাতীয় সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষন করে বলেন, ” মাননীয় স্পিকার, শুনেছিন কিনা যে , দেশে এক আজব মেশিন তৈরি হয়েছে।” স্পিকার কৌতুহলী হয়ে জানতে চাইলেন, “কী সেই মেশিন ?”
সালউদ্দিন কাদের চৌধুরী হাসতে হাসতে তার স্বভাব সুলভ ভংগিমায় বলেছিলেন, “সেই আজব মেশিনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ । এই মেশিনের একদিকে রাজাকার ঢুকে অন্যদিক দিয়ে রাজাকার বের হ্য় ।”
সালউদ্দিন কাদের চৌধুরীকে যারা ভোট দেয় তারাও নির্দ্বিধায় তাকে রাজাকার বলে স্বীকার করে ।
আপনি মনে হয় কসম খেয়েছেন মহিষ
আপনি মনে হয় কসম খেয়েছেন মহিষ দ্বারা পুটু মারা না খাওয়া পর্যন্ত আপনার লেদ মেশিন চালু রাখবেন। আপনের এই পেট কষা ল্যাদানীতে বিরক্ত হইতেই লজ্জা পাচ্ছি
আপনি মনে হয় কসম খেয়েছেন মহিষ
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: মিতু আপু ইউ রক্স………… কসম যেই রুদ্র রুপ হান্দাইসিলাম আপনার কমেন্ট পইড়া গড়াগড়ি খাইতেছি। এই বলদার লজ্জা শরম থাকলে সে মহিষ দ্বারা পুটু মারা খাউয়ার আগেই সাইটা যাইবো।
এইডা কি কইলেন আপা!!!
ব্যাটাতো
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
এইডা কি কইলেন আপা!!!
ব্যাটাতো সাকার মতনই খাইস্টা।ব্যাটারে সাকার খেদমতগার হিসেবে নিয়োগ দেওনের জোর দাবি জানাই।
তখন সাকা মেশিন চালায় বলবে আহ
তখন সাকা মেশিন চালায় বলবে আহ কি তাজা মাল ছিল রে ব্যাটা ছাগুটা !!
তোমার জোকস কি জোকস হইল বুঝলাম
তোমার জোকস কি জোকস হইল বুঝলাম না। কিন্তু কেউ যে তোমার জোকস পড়ে হাসতেছে না, ঐটা দেখে হাঁসি পাইছে মারাত্মক।।
কি বুঝাইতে চাইলেন আমি কিচ্ছু
কি বুঝাইতে চাইলেন আমি কিচ্ছু বুঝি নাই। তবে মিতু আপুর জোকসটা নাইস হইছে। 😀
আমি আপনার জন্ম পরিচয় নিয়ে
আমি আপনার জন্ম পরিচয় নিয়ে সন্দিহান !!
সাকার বলা ঐ মেশিনের মত আপনার জন্ম না তো? নাইলে এতো গদাম খাওয়ার পর কেমনে ইস্টিশনে ল্যাদায়ে আছেন?
চিকিৎসা দরকার আপনার।
চিকিৎসা দরকার আপনার।
আপনার জন্য সুখবর। সোনাব্লগ
আপনার জন্য সুখবর। সোনাব্লগ (ছাগুব্লগ) নাকি নয়া নাম নিয়া পয়দা হইছে। ওইখানে গিয়া ল্যাদান। বহুত ফায়দা হবে।