লিখেছেন: আসসাঈদ আলম — সোম, 10/12/2015 - 15:14
আমার চশমার পাওয়ার লেফট: -3.50d
রাইট: -3.50d
অর্থাৎ চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি
হয়,অক্ষিগোলক বড় হবার কারনে তা ফোকাস দূরত্ব
থেকে বহুত দূরে প্রতিফলিত হয়।
সহজ ভাষায় আমার চোখের সামনে দিয়ে একটা পাঁচ
টনের ডায়ানাসর দৌড়ায়া গেলে আমি দেখতে
পাবো একটা বড় লেজের পাকিস্তানি মুরগি
দৌড়াদৌড়ি করতেসে!
আমি অন্ধ! চশমা ব্যাতিত কিছুই দেখিনা! সামান্য
দুইটা কথিত চোখ করোটিতে ঝুলে আছে!
এমতাবস্থায় যদি কেউ আমার চশমা খুলে নিয়ে বলে
"আমার চোখের দিকে তাকা! কি দেখতে
পাচ্ছিস!?"
প্রতুত্তরে যদি #আসসাঈদ আলম বলে "কি আবার!?
তোর চোখের পিউপিল!…
এইটা কি তার জন্য অনেক বড় পাওয়া না!!!!
»
- আসসাঈদ আলম এর ব্লগ
- 301 বার পঠিত
Comments
Post new comment