মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আমি মানে আমি, আপনার দেশের যে কোনো একজন নারী, স্বাধীন জীবীকার অধিকার চাওয়া নারী, ফার্স্ট ওয়েভ নারীবাদের ট্রাকে হামাগুড়ি দিয়ে সেকেন্ড ওয়েভ নারীবাদের ট্রাকে পৌছাতে চাওয়া নারী। সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে আমাকে আপনার দেশের কিছু লিঙ্গযুক্ত বাস শ্রমিক, চলন্ত বাসে, ধর্ষণের পর, ঘাড় মটকে, হত্যা করে রাস্তায় ফেলে চলে যায়। এরা প্রত্যেকেই পুরুষ। সবল পুরুষ। আপনার দেশের লিঙ্গবাদী সমাজের পুরুষ।
চোদ্দই আগস্টের রাতে আমি নতুন ঢাকার ধানমন্ডি এলাকার সাতাশ নম্বর সড়কের একটি হোস্টেলে এক বন্ধুর সঙ্গে ঘুমাতে গিয়েছিলাম। সাতাশ নম্বর আর বত্রিশ নম্বর সড়কের ব্যবধান বড় জোড় তিন থেকে চার'শ গজ। এই বত্রিশ নম্বরেই দারাপুত্র পরিবার নিয়ে বসবাস করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।
বৈরুত। ইরাকের সৎকার মঞ্চে দা’য়িশ তথা আইএস’র উত্থান দেখে পশ্চিমাদের অনেকেই অবাক হয়ে গেলেন। সুন্নি যুবকদের মাঝে আইএস’র প্রতি চুম্বকের মত আকর্ষণ দেখে কিংকর্তব্যবিমুঢ়, আর এদের সহিংস কার্যকলাপে ভীত হয়ে পড়লেন এবং আইএস’র এই প্রকাশের সময়ে তাদের সম্পর্কে সৌদির দোটানা এবং অনির্বচনীয় মনোভাব, ভাবতে বাধ্য করেছে, “সৌদি কি নিজেদের জন্য আইসিসকে হুমকি মনে করে না?”
এটা পরিষ্কার যে সৌদির শাসক গোষ্ঠী এখনও এই প্রশ্নে বিভক্ত। অনেকে বলতে চান যে আইএস আসলে ইরানি শিয়া এবং সুন্নি সংঘাতের জের ধরে শুরু হওয়া একটা যুদ্ধ যার মাধ্যমে একটা নতুন সুন্নি রাষ্ট্র জন্ম নেবে, যা সুন্নিরা নিজেদের বলে দাবী করবে এবং এক্ষেত্রে তারা দা’য়িশ-এর ‘সালাফিস্ট’ তত্ত্ব মেনে চলে।
বেশ কিছু বছর থেকেই শুনছি, নারীদের আলাদা দিবস কেনো লাগবে? পুরুষরাও নির্যাতিত, পুরুষদের দিবস নেই কেনো? লেখা বাহুল্য, এসব কথা নারীদিবসকে ঘিরেই বেশি শোনা যায়। এসব কথা একদল মানুষ ঠাট্টা করে বলেন, আরেকদল মানুষ এই ঠাট্টাকে আক্রমণ ভেবে উড়িয়ে দেন। বিশেষ করে বেশিরভাগ নারীই মনে করেন পুরুষরা নির্যাতিত হন না। আসলেই কি তাই?
কেমন আছে ওরা। ৬ই নভেম্বরের পর জল অনেকখানি গড়িয়েছে কিন্তু অবস্থার কি কোন পরিবর্তন হয়েছে? ক্ষতিগ্রস্ত মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান কি রাষ্ট্র করেছে? তাদের প্রতি আইনি হয়রানি কি বন্ধ হয়েছে? কয়টি ফৌজদারি মামলা হয়েছে তা কি আপনারা জানেন? সর্বোপরি কেমন আছেন গোবিন্দগঞ্জের মানুষ?
আমাদের সংবাদ মাধ্যম খুব বেশীদিন একই বিষয়ের উপর তাদের মনোযোগ ধরে রাখতে পারে না, তাই ফলোআপ তেমন হয়না বললেই চলে। তাই এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সাংবাদ মাধ্যম না জানালে সাধারণ নাগরিকের জানার উপায় থাকে না।