লিখেছেন: ড. লজিক্যাল বাঙালি — শুক্র, 04/20/2018 - 10:23
আচ্ছা, ছাত্রলীগ কেবল রণিদের মত সন্ত্রাসিদের বহিস্কার করেই চুপ থাকে কেন? লীগের পদ ব্যবহার করে অমন "অপকর্ম" করার পরও তার নামে মামলা করেনা কেন? তাকে পুলিশে ধরিয়ে দেয়না কেন? সম্মিলিতভাবে সকল ছাত্রলীগ সদস্যরা তাকে গণধোলাই দেয়না কেন? পুরো জাতির কাছে তাদের বহিস্কৃত এ লোকটির জন্য ক্ষমা চায়না কেন?
:
লিখেছেন: ড. লজিক্যাল বাঙালি — বৃহস্পতি, 04/19/2018 - 08:47
১। এক কৃষকের ঘরে কৃষিকাজের লাঙ্গল-জোয়াল দেখে নবী মুহাম্মদ (স) বলেছিলেন, "এটা (কৃষি যন্ত্রপাতি) যে জাতির ঘরে প্রবেশ করে আল্লাহ সেখানে হীনতা ও নীচতা ঢুকিয়ে দেন" (সুত্র : বুখারী-২১৫৩)।
২। "জিহাদ পরিত্যাগ করে কৃষিকাজে নিমগ্ন থাকলে আললাহ তাকে অপমান করবেন" (সুত্র : আবুদাউদ-৩৪২৬)।